মার্কিন গবেষকদের নতুন এক সমীক্ষায় বলা হয়, ২০২২ সাল পর্যন্ত দাপটের সঙ্গে সংক্রমণ ছড়াবে করোনাভাইরাস। যতদিন পর্যন্ত পৃথিবীর বেশিরভাগ মানুষের শরীরে এই রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে না উঠবে ততদিন পর্যন্ত মুক্তি দেবে না করোনা।
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা রিসার্চ সেন্টার একটি সমীক্ষায় কেবল আরো অনিশ্চয়তাই মিলেছে।মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইনফেকশন ডিজিজ রিসার্চ এন্ড পলিসি বিভাগের গবেষকরা তাদের সাম্প্রতিক রিপোর্টে বলেছেন আগামী দুই বছর পর্যন্ত এই মহামারীর অস্তিত্ব থাকবে পৃথিবীতে। কোন পথে এই রোগ গড়াবে তা অজানা।
প্রফেসর মাইকেল অস্টার হোমের নেতৃত্বাধীন একদল গবেষক বলেন, যতদিন করোনার ভ্যাকসিন আবিষ্কৃত না হবে ততদিন মানুষের মধ্যে ইমুনিটি গড়ে উঠবে না। সংক্রমণ কমবে বাড়বে এভাবে চলতেই থাকবে।


