রমজান ও ঈদ কে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে।তবে বিভিন্ন শর্ত দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি প্রদান করল সরকার।
আজ সোমবার ৪ মে মন্ত্রিপরিষদ বিভাগ আলাদা আদেশ জারি করে এ নির্দেশনা দিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্রয়-বিক্রয়ের সময় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্য সকল স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় বড় শপিং মলের প্রবেশদ্বারে হাত ধোয়ার ব্যবস্থা সহ স্যানিটাইজার এর ব্যবস্থা করতে হবে। তবে সকল ব্যবসা প্রতিষ্ঠান বিকেল ৫ টার মধ্যে বন্ধ করতে হবে।


