বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত সারাবিশ্ব। সারাবিশ্বে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান সিটিতে ছড়িয়ে পড়ে এই প্রাণঘাতী ভাইরাসটি। এখন তা বিশ্বের ২০০ টি দেশে ছড়িয়ে পড়েছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটি হিসাব অনুযায়ী আজ শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০ লাখ ২ হাজার ১৫৯ জন । আর করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৩ হাজার ৩০জন । ইউরোপ মহাদেশ এখন করোনা ভাইরাস এর কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত হচ্ছে। করোনাভাইরাসে মৃত মানুষের দিক থেকে শীর্ষে আছে ইউরোপের 2টি দেশ। সবার উপরে আছে ইতালি দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে প্রায় ১৪ হাজারের মত মানুষ। মৃত সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে স্পেন দেশটিতে মারা গেছে প্রায় ১০ হাজার। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র । যুক্তরাষ্ট্র এ পর্যন্ত মারা গেছে প্রায় ৬ হাজারের মতো মানুষ। চতুর্থ অবস্থানে আছে ফ্রান্স, এখানে মারা গেছে প্রায় ৫ হাজারের মত মানুষ । পঞ্চম অবস্থানে আছে করোনার উৎপত্তিস্থল চীন সেখানে মারা গেছে প্রায় সাড়ে তিন হাজারের মতো। মৃতের সংখ্যার দিক থেকে ষষ্ঠ স্থানে আছে ইরান সেখানে মারা গেছে তিন হাজারের বেশি মানুষ ।
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী করোনা ভাইরাসে শনাক্ত রোগীর দিক থেকে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র । দেশটিতে প্রায় আড়াই লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে। এরপর রয়েছে ইতালি, স্পেন, জার্মানি, ফ্রান্স ও ইরান ।
বিশ্বজুড়ে এ পর্যন্ত ২ লাখ ৮ হাজার ৯৪৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছে। সুস্থ হওয়া রোগীর দিক থেকে সবার উপরে আছে চীন ।
আইইডিসিআর এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা ৫৬ জন । এখন পর্যন্ত বাংলাদেশে ৬ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন।