লেবাননে পেজার বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত এবং প্রায় ২ হাজার ৭৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গত মঙ্গলবার দেশটির বিভিন্ন অঞ্চলে এ বিস্ফোরণ ঘটার খবর জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। পেজার নামক এই ছোট ডিভাইসটি সাধারণত হিজবুল্লাহ যোদ্ধারা যোগাযোগের জন্য ব্যবহার করে থাকেন।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ জানিয়েছেন, নিহতদের মধ্যে ৮ বছরের একটি শিশুও রয়েছে।আহতদের মধ্যে ২০০ জনেরও বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বেশিরভাগের মুখমণ্ডল, হাত এবং পাকস্থলীতে মারাত্মক আঘাত লেগেছে।
হিজবুল্লাহ এক বিবৃতিতে এই বিস্ফোরণের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে। তাদের দাবি, ইসরায়েল এই হামলার পেছনে রয়েছে এবং এর জন্য তারা যথাযথ শাস্তি পেতে বাধ্য।