
বাংলাদেশের করোনা ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে শরীয়তপুর অন্যতম। আজ বিকেলে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের তুলাতলা বাজারের দৃশ্য এটি। প্রশাসনের করোনা সম্পর্কিত প্রচারণা সত্ত্বেও আজ বিকেল বেলা প্রচুর লোক সমাগম দেখা যায় তুলাতলা বাজারে । কোন কিছুতেই যেন তারা আইন মানতে নারাজ। প্রশাসন সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বললেও অনেক যুবক ছেলেদের একসাথে আড্ডা দিতে দেখা যায়। এমতাবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ একান্ত জরুরি হয়ে পড়েছে।