দৈনিক ২ লাখ লিটার দুধ সংগ্রহ করছে প্রাণ ডেইরি

0
Dairy | PRAN Foods Ltd

সারাদেশে চলমান সাধারন ছুটির মধ্যেও দেশের শীর্ষস্থানীয় দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ ডেইরি লিমিটেড তাদের নিজস্ব চুক্তিবদ্ধ খামারিদের কাছ থেকে নিয়মিত দুধ সংগ্রহ করে যাচ্ছে।

প্রাণ ডেইরির লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ১২ হাজার চাষির কাছ থেকে দৈনিক ২লাখ লিটারের বেশি দুধ সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি।

প্রাণ ডেইরির প্রধান সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুর রহমান বলেন, এখন খাবার হোটেল, চায়ের দোকান, মিষ্টির দোকান বন্ধ থাকায় অনেকে দুধ কেনা বন্ধ করে দিয়েছে এতে অনেক খামারিরা বিপাকে পড়েছেন। কিন্তু আমরা দুধ সংগ্রহ অব্যাহত রেখেছি।স্বাভাবিক সময়ে আমরা চুক্তিভিত্তিক চাষিদের থেকে যে পরিমাণে দুধ সংগ্রহ করি এখনো আমরা সেই একই পরিমাণ দুধ সংগ্রহ করছি।

এছাড়া তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে অনেক ক্রেতাই ঠিকমতো দুধ কিনতে পারছেন না। তাদের কথা মাথায় রেখে ঘরে পৌঁছে দেওয়ার জন্য হোম ডেলিভারির সুবিধা চালু করেছে প্রাণ।পাস্তুরিত দুধ, দই, মাঠা,মাখন, চিজ নিজস্ব বিক্রয় কর্মীর মাধ্যমে বাসায় পৌঁছে দিচ্ছে প্রাণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top