২২জুন সোমবার নেদারল্যান্ডসে করোনা ভাইরাসে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। এমনটিই জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। আর এ সময় করণায় আক্রান্ত হয়েছেন মাত্র ৬৯ জন।
উল্লেখ্য, গত ৬ মার্চ দেশটিতে করোনায় প্রথম মৃত্যু হয়েছিল টানা ১০৯দিনের পর এই প্রথম দেশটিতে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।এ বিষয়ে নেদারল্যান্ডসের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট তাদের ওয়েবসাইটে জানিয়েছে সোমবার কোন মৃত্যুর খবর আমরা পাইনি।
এপর্যন্ত নেদারল্যান্ডসে মোট ৪৯ হাজার ৬৫৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এই সময় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মোট ৬ হাজার ৯০ জন মৃত্যুবরণ করেন।


