প্রতীকী ছবি
সারাদেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন "এক বছর শিক্ষার্থীরা পড়ালেখা না করলে অশিক্ষিত থাকবেনা, কিন্তু স্কুল-কলেজ খুলে দিলে হাজারো মায়ের কোল খালি হবে"। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও সেই একই রকম প্রতিনিয়ত দেশের করনা আক্রান্ত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সরকার শিক্ষার্থীদের জীবনের ঝুঁকির কথা বিবেচনা করে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ শিক্ষা ব্যবস্থা বন্ধ রেখেছে। কেননা জনসমাগম করোনার ঝুঁকি বৃদ্ধি করে। কিন্তু আমাদের জাতির বিবেক শিক্ষকরা সরকারের সিদ্ধান্তের সাথে একাত্মতা ঘোষণা ঘোষণা না করে অনেক জায়গায় দেখা যাচ্ছে ব্যাচে প্রাইভেট পড়ানো শুরু করে দিয়েছেন এবং সকালে কোমলমতি শিশুদের মক্তব চালু করে দিয়েছেন।
আংগারিয়া ইউনিয়নের অনেক স্থানে ফজরের নামাজের পরে মসজিদের মাইকে আওয়াজ ভেসে আসে আপনাদের যার যার ছেলে-মেয়েকে মক্তবে পাঠান মক্তব চালু হয়ে গেছে। আবার আংগারিয়া ইউনিয়নের অনেক স্থানেই ঘুম থেকে উঠে হাঁটতে বের হলেই দেখতে পাওয়া যায় কোমলমতি শিক্ষার্থীরা বইখাতা নিয়ে ছুটছে ব্যাচে প্রাইভেট পড়তে কোন এক শিক্ষকের বাড়িতে।
দেশের এই করোনা মহামারী পরিস্থিতিতে সকল সাধারণ জনগণকে আরো সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা এই বিষয়টি গুরুত্ব সাথে বিবেচনা করেন।


