শরীয়তপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৬০০ অতিক্রম করেছে। জেলায় নতুন করে আরো ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬২৮ জনে।
শরীয়তপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ০৫ জন মৃত্যুবরণ করেন।শরীয়তপুরে করোনা আক্রান্তের মধ্যে নতুন করে আরও ৫৬ জন সুস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৮০ জন।
৩০জুন মঙ্গলবার ও ১জুলাই বুধবার রাতে শরীয়তপুর জেলা সিভিল সার্জন আব্দুল্লাহ আল মুরাদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সকল তথ্য জানান।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদরে ৫০ জন, গোসাইরহাটে ২২জন, নড়িয়ায় ১০ জন, জাজিরায় ০৯ জন, ভেদরগঞ্জ উপজেলায় ১৮জন এবং ডামুড্ডা উপজেলায় ৮ জন সহ মোট ১১৭ জন।


