১৬ আগষ্ট রবিবার "এড৫-এনসিওভি"নামের করোনা ভাইরাস এর ভ্যাকসিনটি নিবন্ধন করলো বেইজিং।চীনের সেনাবাহিনীর সংক্রমণ রোগ বিশেষজ্ঞ চেন এর দল ও সানসিনো বায়োলজিকস যৌথভাবে ভ্যাকসিন তৈরি করেছে। সূত্র: সিজিটিএন
সিজিটিএন জানায়, চিন প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন এর পেটেন্ট অনুমোদন দিয়েছিল।ইতিপূর্বে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষায় দেখা গেছে, ভ্যাকসিনটি নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম।
করণা ভাইরাসের ভ্যাকসিনটির প্রথম ধাপের ট্রায়ালে ১৮ থেকে ৫৯ বছর বয়সী ৩২০ জন, আর দ্বিতীয় ধাপের ট্রায়ালে ২২৪ জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিল। ট্রায়ালের ফলাফলগুলো ইঙ্গিত দেয় যে ভ্যাকসিনটি কার্যকরভাবে স্বেচ্ছাসেবীদের শরীরে নিরপেক্ষভ এন্টিবডি তৈরি করতে সক্ষম এবং রোগ প্রতিরোধ ক্রিয়া বৃদ্ধি করতে সক্ষম।


