সারা বিশ্বের করোনা পরিস্থিতি মধ্যেই বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের সাথে দ্বিপক্ষীয় বিমান পরিষেবা চালু করতে আগ্রহী ভারত। এক টুইট বার্তায় ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতের বিমান পরিষেবা চালু করার আগ্রহ প্রকাশ করা দক্ষিণ এশিয়ার দেশ পাঁচটি হল বাংলাদেশ,শ্রীলঙ্কা,নেপাল, ভুটান ও আফগানিস্তান। ভারতের এ প্রস্তাব কার্যকর হলে বাংলাদেশের বহু মানুষ চিকিৎসা জন্য ভারতে যেতে পারবেন।
ভারতের বিমান মন্ত্রী আরো বলেন, এই দেশগুলোতে যে ভারতীয় নাগরিক আটকে রয়েছেন তাদের দেশে ফেরত আনতে ভারত আগ্রহী।
উল্লেখ্য করণা ভাইরাস পরিস্থিতির কারণে আন্তর্জাতিক স্তরে বিমান চলাচল এখনো বন্ধ রয়েছে। এজন্য বাংলাদেশ ও ভারতের জনগণের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এ ব্যবস্থা চালু হলে দু দেশের অগণিত মানুষের উপকার হবে বলে ভারত মনে করছে।


