আজ দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । আজ রাজশাহীতে ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা।
এর আগে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ২৬ মার্চ সীতাকুণ্ডে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর থেকে তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে, ঢাকা,টাঙ্গাইল, ফরিদপুর,রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, ঈশ্বরদী, রাঙ্গামাটি, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও পটুয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে।
১৩ এপ্রিল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী দু'দিনের দেশের উত্তর-পূর্ব অঞ্চলের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরের পাঁচ দিন বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
আজ সন্ধ্যা থেকে আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্র বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। তাছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।


