আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। মির্জা ফখরুল, বলে দিচ্ছি আগুন নিয়ে খেলবেন না। আওয়ামী লীগ আছে। আপনারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দেবেন আর আমরা ছেড়ে দিব? এটা হবে না।সন্ত্রাসীদের সাথে কোনো আপোষ নেই।
আজ মঙ্গলবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে আওয়ামী লীগের যৌথ সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু মানেই শেখ হাসিনা। তার বীরত্ব ও সাহসিকতার প্রতীক। শত মিথ্যাচারের মধ্যেও তিনি ছিলেন হিমালয়ের মতো অটল।পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণা করতেই তাদের অন্তরজ্বালা শুরু হয়েছে। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দেশে ব্যাপক শোডাউন করে উদযাপন করবো। ’


