ইতালিতে করোনার বিধি - নিষেধ তুলে নেওয়া হচ্ছে

0


 

ইতালি প্রবেশে করোনাভাইরাস সম্পর্কিত বিধি-নিষেধ তুলে নেওয়া হচ্ছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক ঘোষণায় এ কথা জানায়।


ইতালি প্রবেশে তথাকথিত ‘গ্রিন পাস’ আর লাগবে না। এটির মেয়াদ ৩১ মে শেষ হচ্ছে।এই মেয়াদ আর বাড়ানো হবে না। অর্থাৎ ১ জুন থেকে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য প্রবেশের সমস্ত নিয়ম বাতিল করবে ইতালি।


ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে প্রথম করোনাভাইরাস আঘাত হানে। দেশটিতে ২০২০ সালের প্রথম দিকে করোনা শনাক্ত হয়।করোনা মোকাবেলায় দেশটি নানা রকমের কঠোর পদক্ষেপ নেয়। এর মধ্যে রয়েছে সকল কর্মীর গ্রিন পাস প্রদর্শন বাধ্যতামূলক।


স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সংক্রমণ কমায় এবং দেশের অধিকাংশ লোক টিকা নেয়ায় বর্তমানে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে অধিকাংশ বিধি নিষেধ তুলে নেয়া হলেও গণপরিবহন ও স্কুলে মাস্ক এখনও বাধ্যতামূলক রয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top