মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার সম্মানিতা স্ত্রী আয়েশা(রা.)কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লির মিডিয়া শাখার প্রধান নবীন কুমার জিন্দালের কটুক্তি করার প্রতিবাদ জানিয়ে সারাদেশের ন্যায় শরীয়তপুরেও হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণের মধ্য দিয়ে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
০৯ জুন বৃহস্পতিবার বেলা সারে ১১টায় জেলা ওলামা পরিষদ ও সর্বস্তরের মুসুল্লীদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পালং উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে শরীয়তপুর পৌরসভায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবু বকর-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মঈনুদ্দিন খান কাসেমী-এর সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ওলামা পরিষদের উপদেষ্টা মাওলানা শফিউল্লাহ খান, সহ-সভাপতি শাব্বির আহমেদ কাসেমী, মাওলানা শহীদুল্লাহ খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী তোফায়েল আহমেদ, শরীয়তপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, ওলামা পরিষদের হাফেজ কেরামত আলী, মাওলানা আব্দুল্লাহ আল-মাহমুদ, নাইম আব্বাসীসহ অনেকে।
সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার আয়েশা(রা.)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লির মিডিয়া শাখার প্রধান নবীন কুমার জিন্দালের ফাঁসির দাবি করেন।


