এশিয়া কাপের সময়সূচি জেনে নিন

0


 

সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপের সূচি চূড়ান্ত ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সূচি অনুযায়ী ২৭ আগস্ট উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ আফগানিস্তান ক্রিকেট দল।


মঙ্গলবার এশিয়া কাপ ২০২২-এর চূড়ান্ত সূচি ঘোষণা করে এসিসি।  


চূড়ান্ত সূচি অনুযায়ী এবারের আসরের পর্দা উঠবে ২৭ আগস্ট, চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

অনুষ্ঠিত ড্রতে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান।  


এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান খেলবে। এই গ্রুপে তাদের সঙ্গী বাছাই পর্ব থেকে আসা একটি দল। বাছাইয়ে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যারা শীর্ষে থাকবে, তারাই ভারত ও পাকিস্তানের বিপেক্ষ খেলার সুযোগ পাবে।


অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা চিন্তা করে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।  


এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। কিন্তু দ্বীপ রাষ্ট্রটির বর্তমান আর্থিক মন্দায় রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হওয়ায় এশিয়া কাপ হচ্ছে আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে। আরব আমিরাতের দুবাই এবং শারজায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top