শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগী ডাক্তারের মারধরের শিকার হয়েছেন। ডাক্তারের পায়ে ধরেও চড়-থাপ্পর ও পায়ের লাথি থেকে রক্ষা পাননি ওই রোগী। এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায় শরীয়তপুর সদর হাসপাতালে অর্থোপেডিক সার্জন ডাক্তার আকরাম এলাহীর চেম্বারে চিকিৎসা নিতে আসছেন এক রোগী। কিছু একটা ভুল করার কারণে ক্ষিপ্ত হন ডাক্তার আকরাম এলাহী। এ সময় ওই রোগী ডাক্তার আকরাম এলাহীর পা ধরে ক্ষমা চাচ্ছেন। এসময় ডাক্তার আকরাম এলাহী ওই রোগীকে চড়-থাপ্পর ও জুতা পায়ে লাথি মারছেন।
এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর সদর হাসপাতালের ডাক্তার আকরাম এলাহী বলেন, 'আমার সহকারীর গায়ে হাত দিয়েছে। মারার পরে মারছি এতে আমার কোনো দোষ নাই। ইসলামিক রুলস অনুযায়ী ঠিক আছে।'


