শরীয়তপুরে খাদ্যে বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যু

0


 


শরীয়তপুরের জাজিরায় ফ্রিজে রাখা বাসি খাবার খেয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।


নিহত দুই শিশু হলো সৌরভ (৬) ও খাদিজা (৫)। তারা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামের শওকত দেওয়ান ও আইরিছ বেগমের সন্তান।


একই খাবার খেয়ে দুই শিশুর বড় বোন সাথি আক্তার (১৪) অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা গতকাল দুপুরে ফ্রিজে রাখা বাসি বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল।


নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে সৌরভ ও খাদিজা কাঁঠাল খায়। এরপর দুপুরে দুই শিশুর চাচি রওশন আরা বেগমের ফ্রিজে থাকা বাসি বিরিয়ানি খান আইরিছ বেগম, তার বড় মেয়ে সাথি আক্তার।


জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, খাদ্যে বিষক্রিয়ায় পাঁচজন অসুস্থ হয়ে গতকাল রাতে হাসপাতালে এসেছিল। এর মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের ঢাকায় পাঠানো হলে সেখানে দুই শিশু মারা যায়। তবে তাদের খাবারে কেমন বিষক্রিয়া ছিল, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না।


জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিষয়টি নিয়ে আমরা এখনো কোনো পদক্ষেপ নেয়নি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top