এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে আজ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। আফগানিস্তান শ্রীলঙ্কা এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে একবার মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ৬ উইকেটে জিতেছিল শ্রীলঙ্কা।
তবে টি-টোয়েন্টি ক্রিকেটে তখনকার আফগানিস্তান আর এখনকার আফগানিস্তানের মধ্যে রয়েছে বিস্তার ফারাক। মুজিব, রশিদ, নবীদের, নিয়ে গড়া আফগানিস্তান এখন যেকোনো দলের জন্য সমীহের ব্যাপার।
আফগানিস্তানে ব্যাটিং সাইটে আছে হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরানদের মতো হার্ড হিটার ব্যাটসম্যান।
বিপক্ষ দল শ্রীলঙ্কা দাসুন শানাকাকে অধিনায়ক করে এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে।
দলটিতে আছে দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসের মতো টি-টোয়েন্টি ব্যাটসম্যান। আছে ওয়ানিন্দু হাসরঙা, নোয়ানিন্দু ফার্নান্দোর মতো টি-টোয়েন্টি বোলার।


