সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়া বাংলাদেশের নারী ফুটবলারদের বরণ করতে প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস। ক্রীড়া মন্ত্রণালয়ের অনুরোধে বাংলার বাঘিনীদের বরণে এই ছাদখোলা বাসের ব্যবস্থা করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
ফাইনাল ম্যাচের আগে নারী ফুটবলার কৃষ্ণা রানী ফেসবুক পোস্টে ছাদখোলা বাসে শিরোপা উদ্যাপনের ছবি পোস্ট করে লেখেন, ‘এমন মুহূর্তের অপেক্ষায়। ’
সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর সেই কথাগুলো যেন কোটি কোটি বাঙালির মর্মে নাড়া দেয়। অজান্তেই যেন সবাই বলে ওঠে, ‘ওদের জন্য একটা ছাদখোলা বাস হলে কেমন হয়?’
সেই জন-দাবির সাথে তাল মিলিয়েই সোমবার ম্যাচ শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছিলেন, ‘সাবিনাদের আক্ষেপ দেখে আমাদের অন্তরে ব্যথা লেগেছে। আমাদের দেশে যদিও ছাদখোলা কোনো বাস নেই ঢাকায়; তারপরও আমরা তাদের জন্য একটা ব্যবস্থা করেছি। তাদের ছাদখোলা বাসে বিমানবন্দর থেকেই সংবর্ধনা আমরা দেব।


