শরীয়তপুরের জামতলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

0


 


শরীয়তপুরের ডামুড্যা থেকে ঢাকা যাওয়ার পথে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শরীয়তপুর মহাসড়কের জামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


বিআরটিসি ডামুড্যা বাস স্ট্যান্ড কাউন্টার সূত্রে জানা যায়, সকাল ১০টা ১৫ মিনিটে বিআরটিসি (এসি) ডামুড্যা কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে ৪০ জন যাত্রী ছিলেন।এখন পর্যন্ত আহত যাত্রীদের পরিচয় জানা যায়নি।


বিআরটিসি ডামুড্যা বাস স্ট্যান্ড কাউন্টার সূত্রে জানা যায়, সকাল ১০টা ১৫ মিনিটের সময় বিআরটিসি (এসি) ডামুড্যা কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে ৪০ জন যাত্রী ছিলেন।


বিআরটিসি টিকেট কাউন্টারের ম্যানেজার জাকির হোসেন বলেন, সকাল সোয়া ১০টায় বাসটি ছেড়ে যায় ডামুড্যা থেকে।রাস্তা সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায়। তবে এখনও হতাহতের খবর পাওয়া যায় নি। আমাদের লোক এখনও সেখানে যযেতে পারে নি। তারা যাওয়ার পর সঠিক খবর পাওয়া যাবে।


ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম রেজা বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি। এসে কোনও লোক পাই নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। বাসটি উদ্ধারের প্রচেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যেই আমরা বাসটি উত্তোলন করতে পারব আশা করি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top