বিশ্বকাপে আবারও অঘটন

0


 

মরক্কোর কাছে ০-২ গোলে হেরে গেল বেলজিয়াম আবারো অঘটনের জন্ম দিল এবারের বিশ্বকাপে। প্রথমার্ধে মরক্কোর একটি গোল বাতিল হয়।নইলে লজ্জা আরও বাড়তো বেলজিয়ামের।


বিশ্বকাপের গ্রুপ পর্বে এর আগে কখনো আফ্রিকান দেশের বিপক্ষে হারেনি বেলজিয়াম। হারেনি প্রথম রাউন্ডে খেলা নিজেদের শেষ ৮ ম্যাচেই। কিন্তু বিশ্বকাপে নিজেদের ৫০তম ম্যাচটিতে ভেঙে গেল অপরাজেয় ধারা।


আজ মরক্কোর কাছে ২-০ গোলে হেরে গেছে গতবারের সেমিফাইনালিস্টরা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে থাকা দলটি আফ্রিকার পরাশক্তি মরক্কোর কাছে ২-০ গোলে হেরে বিপাকে পড়েছে।


মরক্কোর হয়ে গোলদুটি এসেছে আব্দুলহামিদ সাবিরি ও জাকারিয়া আবুখলালের কাছ থেকে।


কানাডার বিপক্ষে জিতলেও ফেবারিট তকমা নিয়ে কাতারে পা দেয়া বেলজিয়াম এবারেরসেরা ছন্দে ছিল না।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top