প্রায় দু’দশকের রাজনৈতিক জীবনে বহুবার দেশি-বিদেশি সংবাদ মাধ্যমের এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।
অবশেষে বুধবার মুখ খুললেন তিনি। এদিন ‘ভারত জোড়ো যাত্রায়’ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল জানান, দাদী ইন্দিরা গান্ধী তার জীবনের সবচেয়ে পছন্দের নারী। তিনি বলেন, “আমার জীবনের ভালবাসা বলতে ইন্দিরা গান্ধী।উনি আমার দ্বিতীয় মা। ”
তিনি বলেন, আমি এমন একজন নারীকে বেছে নেব, যার মধ্যে আমার মা (সনিয়া গান্ধী) এবং দাদী (ইন্দিরা) দু’জনের গুণই রয়েছে।


