আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন নায়িকা মাহি

0


 

চাঁপাইনবাবগঞ্জ-২(ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন নায়িকা মাহিয়া মাহি।


শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই ফরম জমা দেন তিনি। পরে তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে দেখা করেন।


এর আগে বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কেনেন নায়িকা।সেসময় মাহিয়া মাহি সাংবাদিকদের বলেন, ‌‘আওয়ামী লীগের মনোনয়ন পেলে কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতবো। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি নৌকাকে এনে দেবো। ’


বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করলে চাঁপাইনবাবগঞ্জ-২-সহ ৬টি আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১ ফেব্রুয়ারি এসব আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top