পরিচালক হয়ে আসছেন শাহরুখ পুত্র

0


 

ক্যামেরার সামনে নয়। ক্যামেরার পিছনে থেকেই বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।  


মঙ্গলবার (০৬ ডিসেম্বর) ইনস্টাগ্রামে একটি পোস্ট ভাগ করে নিয়েছেন তিনি। ছবিতে, রেড চিলি’জ এন্টারটেনমেন্টের ক্ল্যাপস্টিকের সামনে একটি চিত্রনাট্যের খাতা রাখা।খাতার উপরে লেখা, আরিয়ান খানের জন্য। তার উপরে একটি পুরুষালি হাত।  


এই ছবি সম্পর্কে আরিয়ান লিখেছেন, ‘লেখা শেষ। অ্যাকশন বলার জন্য তর সইছে না।এর থেকেই স্পষ্ট, অভিনয়ে নয় পরিচালনায় আসছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top