শরীয়তপুরের ডামুড্যায় সড়ক দুর্ঘটনা একজন নিহত

0


 

শরীয়তপুরের ডামুড্যায় প্রবাসী ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে কাউছার মাঝি (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়। এতে ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ২ টার দিকে এই দুর্ঘটনা টি ঘটে।  


কাউছার মাঝি উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চর ভয়রা গ্রামের মৃত বারেক মাঝির ছেলে।নিহত কাউছার আগামী ১২ তারিখ জীবিকা নির্বাহের জন্য সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল।


স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গতকাল কাউছার ও তার পরিবারের সদস্যরা ঢাকা যায় তার ভাই সিঙ্গাপুর প্রবাসী আল আমিন মাঝিকে গ্রামের বাড়িতে আনার জন্য। ভাইকে নিয়ে নিয়ে তারা রাত ১০টার সময় ভাড়া করা প্রাইভেট কারে করে দেশে আসছিলেন। প্রাইভেট কার টি উপজেলার কনেশ্বর ইউনিয়নের মাঝেরটেক নামক এলাকায় আসলে কুয়াশা ঘনত্ব বেশি থাকায় উল্টে পাশের পুকুরে পড়ে যায়।


এতে গাড়িতে থাকা কাউছারসহ ৫ জন ভিতরে আটকে যায়। এসময় টহল পুলিশ ও স্থানীয়রা এসে তাদের কে গাড়ি থেকে বের করে পুলিশের ভ্যানে করে হাসপাতালে পাঠান। পথিমধ্যেই কাউছার মারা যায়। বাকিদের মধ্য একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top