আশা করি ২০২৪ ইউরো খেলবো : রোনালদো

0

 


ইউরো ২০২৪ বাছাই পর্বে স্লোভাকিয়ার বিপক্ষে জোড়া গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালতে ৩-২ গোলে জিতিয়েছেন। তার গোলেই মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে পর্তুগিজরা।


সেই জয়ের পরই সিআরসেভেন জানালেন, আন্তর্জাতিক ফুটবল থেকে আপাতত অবসরের কোনো ভাবনা নেই তার। বরং তিনি আগামী ইউরো নিয়ে ভাবতে চান।


রোনালদো বলেছেন, ‘আমি আশা করি ইউরো ২০২৪ এ খেলবো। এখনও অনেক সময় বাকি। আশা করি কোনও সমস্যা বা ইনজুরিতে পড়বো না। আমি খেলতে আশাবাদী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top