সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেছে ভারতে। ধর্মশালায় দু'টি ম্যাচ খেলবে টাইগাররা। আগামীকাল আফগানিস্তান ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু সাকিব বাহিনীর। ১০ অক্টোবর এই ভেন্যুতেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ।
খালেদ মাহমুদ সুজন মনে করেন- বাংলাদেশের এই দলটা অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া। বিশ্বকাপের অংশ নেওয়া দলগুলোর মধ্যে কেবল বাংলাদেশেই আছেন ২০০৭ বিশ্বকাপ খেলেছেন এমন ক্রিকেটার। এটাকে কীভাবে দেখেন?
এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘সেখান থেকেই আমার আশাটা। এবার না হলে আর কখন? আমাদের পুরো অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল আছে।অনেক ভালো পারফর্মাররা আছে। হয়তো কয়েকদিন আগেও চিন্তা ছিল শান্ত-হৃদয়রা বেশিদিন হয়নি বাংলাদেশ দলে খেলছে। কিন্তু তারা এখন টপ লেভেলে পারফর্ম করেছে। সেজন্য আমরা স্বপ্ন দেখতে পারি।
বাংলাদেশের পেসাররা গত কয়েক বছর ধরে দারুণ পারফর্ম করছেন। দলকে জেতাচ্ছেনও নিয়মিত। গত বিশ্বকাপ থেকে এই অবধি টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ওয়ানডেতে সবচেয়ে ভালো বোলিং গড়টাও তাদের। এই সময়ে ৫৩ ম্যাচে ২৮.৪২ গড়ে ৩৮৭ উইকেট নিয়েছেন তারা। দ্বিতীয় সর্বোচ্চ ৩১.১১ গড় শ্রীলঙ্কার।
ওই পরিসংখ্যান মনে করিয়েই আশার কথা শুনিয়েছেন সুজন।


