ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর ‘আল-আকসার তুফান’ নামক নজিরবিহীন অভিযানে নিহত ইসরায়েলির সংখ্যা বেড়ে ৩০০ জনে দাঁড়িয়েছে। ওই অভিযানে আহত হয়েছে আরো ১,৫৯০ ইহুদিবাদী। ইসরায়েলের সরকারি সূত্রগুলোকে উদ্ধৃত করে টাইমস অব ইসরাইল এ খবর নিশ্চিত করেছে।
অন্যদিকে শনিবার দিনব্যাপী ইসরাইলি নির্বিচার বিমান হামলায় গাজা উপত্যকার অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত ও দেড় হাজারের বেশি আহত হয়েছে।
শনিবার ভোরে আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহর ও অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে হাজার হাজার রকেট নিক্ষেপ করে। সেইসঙ্গে গাজা সীমান্ত দিয়ে শত শত ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা ইসরায়েলে ঢুকে পড়েন।
ফিলিস্তিনিদের প্রতিরোধ যুদ্ধের ইতিহাসে একদিনের হামলায় ইসরায়েলের এত বিশাল ক্ষয়ক্ষতি আর কখনও হয়নি। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বলেছেন, নিরপরাধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে।


