শ্রীলংকার সদস্যপদ স্থগিত করল আইসিসি

0


 

শ্রীলঙ্কান ক্রিকেটের মেম্বারশিপ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।আজ ১০ নভেম্বর শুক্রবার আইসিসির এক সভায় তাৎক্ষণিক এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে।  


আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ চলবে না। আগেও একবার এই নিয়ম ভঙ্গ করায় দেশটির ক্রিকেট বোর্ডকে দেওয়া সুযোগ-সুবিধা স্থগিত করেছিল আইসিসি।


আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি বোর্ড আজ বৈঠকে বসে ঠিক করেছে যে, শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে তার প্রতিশ্রুতির গুরুতর লঙ্ঘন করছে। বিশেষ করে স্বায়ত্তশাসিতভাবে পরিচালনার প্রয়োজনীয়তা এবং শাসন, প্রবিধান ও প্রশাসনে কোনো সরকারি হস্তক্ষেপ নেই তা নিশ্চিত করতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 


উল্লেখ্য, শ্রীলংকা ১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পেয়েছিল ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top