যুক্তরাজ্যের মন্ত্রিসভায় রদবদল, ডেভিড ক্যামেরুন পররাষ্ট্রমন্ত্রী

0


 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক রদবদল এনেছেন তার মন্ত্রিসভায়। ঋষি সুনাক তার মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যুক্ত করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে।


ক্যামেরনের ফেরাকে ব্রিটিশ রাজনীতির গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডেভিড ক্যামেরন।


মূলত ব্যাপক আলোচিত ব্রেক্সিট গণভোটে হেরে প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি সংসদ সদস্য পদ থেকেও সরে দাঁড়ান। এরপর পর থেকে তিনি রাজনীতির অন্তরালে চলে যান।  


পররাষ্ট্রমন্ত্রীর হিসেবে দায়িত্ব পেয়ে ক্যামেরন বলেছেন, ঋষি সুনাকের ‘ব্যক্তিগত কিছু সিদ্ধান্তের’ সাথে দ্বিমত পোষণ করলেও তিনি বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী একজন শক্তিশালী নেতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top