পাকিস্তানের নতুন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা

0


 

বাবর আজম অধিনায়কত্ব ছাড়ার পরপরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্টের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ। টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শাহিন আফ্রিদিকে।  


আগামী মাসেই অস্ট্রেলিয়া সফর করবে পাকিস্তান ক্রিকেট দল।এই সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরজ থাকলেও নেই কোনও ওয়ানডে। ফলে আপাতত টেস্ট ও টি-টোয়েন্টির জন্য অধিনায়ক নির্বচান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওয়ানডের অধিনায়ক নিয়ে এখনো তারা কোনো সিদ্ধান্ত জানায়নি।


সাদা পোশাকের নেতৃত্বে সান মাসুদের ওপর আস্থা রেখেছে পিসিবি।লম্বা সময় ধরেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। প্রায় এক দশকের সাদা পোশাকের ক্যারিয়ারে তিনি খেলেছেন ৩০ টেস্ট। যেখানে প্রায় ২৯ গড়ে করেছেন ১৫৯৭ রান।


অন্যদিকে টি-টোয়েন্টিতে শাহিন আফ্রিদিতেই আস্থা পিসিবির।প্রায় ৫ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে ৫২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যেখানে প্রায় ২৩ গড়ে উইকেট শিকার করেছেন ৬৩টি। গত কয়েক বছর ধরেই পেস বিভাগের সবচেয়ে বড় অস্ত্র এই পেসার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top