ম্যাচ জেতানোর ক্ষমতা নেই বাবরের : শহীদ আফ্রিদি

0


 

বিশ্বকাপে কঠিন সময় পার করছে পাকিস্তান। শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে তারা। এর পেছনে অনেকেই বাবরের কৌশলগত ভুলকে দায়ী করছে। তাদের মতে অধিনায়কত্বের চাপ প্রভাব ফেলেছে বাবরের ব্যাটিংয়ে।


তিনি চলমান বিশ্বকাপের সাত ম্যাচ খেলে ২১৬ রান করেছেন। এতে হতাশা প্রকাশ করেছেন শহীদ আফ্রিদি। সাবেক এই অধিনায়ক মনে করেন, বাবরের মধ্যে ম্যাচ জেতানোর ক্ষমতা নেই।


শহীদ আফ্রিদি বলেন, 'বাবর আজমের রান করা এক জিনিস, আর তার রানে ম্যাচ জেতা ভিন্ন জিনিস।


বিরাট কোহলি, লোকেশ রাহুলকে উদাহরণ দিয়ে তিনি বলেন, তারা নিজের রানও করে এবং নিজের দলকে জিতিয়েও আসেন।


আফ্রিদি বলেন, আমি বাবরের ভক্ত। আমরা বলি বাবর বড় খেলোয়াড়। একবার সেই পর্যায়ে পৌঁছানোর পর পারফরম্যান্স ধরে রাখাটা বড় কঠিন।যখন বাবর ব্যাট করতে নামে, আমাদের সেই অনুভূতি আসা উচিত যে সে ম্যাচ জেতাবে। কিন্তু সেই অনুভূতি আসে না। আমরা জানি যে, সে ৫০-৬০ রান করবে। কিন্তু সেই আস্থা নেই যে, সে আমাদের জন্য ম্যাচ জিতিয়ে আনবে। 


উল্লেখ্য, চলতি বিশ্বকাপে সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে পাকিস্তান।এখনো সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে তাদের। সেজন্য বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top