টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু থেকে নাম সরিয়ে নিল ডমেনিকা

0


 

আগামী বছরের ৪ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চলের ৭টি দেশ মিলে ২০ দলের টুর্নামেন্ট আয়োজন করার কথা ছিল। কিন্তু বিশ্বকাপের ভেন্যু থেকে শেষ মুহূর্তে নাম সরিয়ে নিয়েছে ডমিনিকা।


টুর্নামেন্টের আগ দিয়ে প্র্যাকটিস ও ম্যাচ ভেন্যু প্রস্তুত করতে পারবে না তারা। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।


ক্যারিবিয়ান অঞ্চলের সাতটি দেশের মধ্যে অন্যতম ডমিনিকা। দেশটির উইন্ডসর পার্ক স্টেডিয়ামে এখন পর্যন্ত ৬ টেস্ট এবং চারটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।


ক্রিকইনফো জানিয়েছে, জ্যামাইকা, গ্রেনাডা ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস বাদে ওয়েস্ট ইন্ডিজের সব কটি ক্রিকেট খেলুড়ে দেশই টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজনে দরপত্র জমা দিয়েছিল।


ডমিনিকার সিদ্ধান্ত প্রসঙ্গে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ বিবৃতিতে জানিয়েছেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজনের চেষ্টায় ডমিনিকার নিবেদন আমরা দেখেছি। ব্যাপারটি স্বীকার করে নিয়েই জানানো হচ্ছে সিদ্ধান্তের পেছনে কারণটা বোধগম্য। ’


সিডব্লিউআই জানিয়েছে, ডমিনিকা সরে আসার পর আইসিসির সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে কাজ করছে তারা।সব পরিকল্পনা ‘শিগগিরই’ জানানো হবে।


বিশ্বকাপের দলগুলো হল যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল, ওমান, নামিবিয়া ও উগান্ডা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top