এদিকে গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় পার্টি সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। দলীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় পার্টির কেউই নৌকা প্রতীকের সঙ্গে নির্বাচনি মাঠে লড়াই করতে সম্মত নন। এমনকি আওয়ামী লীগ নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মাঠে দেখতে চান না তারা। এ রকম পরিস্থিতিতে গতকাল জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে গিয়ে বৈঠক করেছেন।
বৈঠকে নির্বাচন অংশগ্রহণমূলক করতে জাতীয় পার্টির সঙ্গে যেন আওয়ামী লীগের কোনো প্রকার জোট করা না হয়, প্রধানমন্ত্রীকে সে অনুরোধ করেছেন রওশন এরশাদ। তবে বৈঠক প্রসঙ্গে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের এ বৈঠক নির্বাচনের বিষয়ে মনে হয় না মাঠে খুব একটা প্রভাব পড়বে। এ অবস্থায় সংসদের বিরোধী দল জাতীয় পাটির অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক কো-চেয়ারম্যান এ ব্যাপারে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আসন সমঝোতা হবেই।


