নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জাতীয় পার্টিতে অস্বস্তি

0


মনোনয়নপত্র প্রত্যাহারের আর মাত্র তিন দিন বাকি থাকলেও এখন পর্যন্ত সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় জাতীয় পার্টিতে (জাপা) উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। গত তিন মেয়াদে আওয়ামী লীগের সঙ্গে জোট ও সমঝোতা করে ভোট করা এ দলটি আগামী ৭ জানুয়ারির নির্বাচনে এরই মধ্যে আসন সমঝোতার লক্ষ্যে একাধিক বৈঠক করেছে। কিন্তু এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি। আগামী ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।


এদিকে গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় পার্টি সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। দলীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় পার্টির কেউই নৌকা প্রতীকের সঙ্গে নির্বাচনি মাঠে লড়াই করতে সম্মত নন। এমনকি আওয়ামী লীগ নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মাঠে দেখতে চান না তারা। এ রকম পরিস্থিতিতে গতকাল জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে গিয়ে বৈঠক করেছেন।


বৈঠকে নির্বাচন অংশগ্রহণমূলক করতে জাতীয় পার্টির সঙ্গে যেন আওয়ামী লীগের কোনো প্রকার জোট করা না হয়, প্রধানমন্ত্রীকে সে অনুরোধ করেছেন রওশন এরশাদ। তবে বৈঠক প্রসঙ্গে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের এ বৈঠক নির্বাচনের বিষয়ে মনে হয় না মাঠে খুব একটা প্রভাব পড়বে। এ অবস্থায় সংসদের বিরোধী দল জাতীয় পাটির অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক কো-চেয়ারম্যান এ ব্যাপারে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আসন সমঝোতা হবেই।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top