লিঙ্ক হউক বা বল, ছুঁলেই গ্যাঁড়াকল

0


 

ঢাকা টেস্টে মুশফিকুর রহিমের অদ্ভুত আউট নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। বিরল এক আউটের শিকার হলেন তিনি। ক্রিকেটের ভাষায় যাকে বলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট। মুশফিকের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে এমনটি আশা করেনি কেউই।


বুধবার (০৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসের ৪১তম ওভারে কিউই পেসার কাইল জেমিসনের বল সলিড ডিফেন্স করেছিলেন মুশি। বল ব্যাটে লেগে পপিং ক্রিজে ড্রপ করে আরও ডান দিকে সরে যাচ্ছিল। এ সময়ে হঠাৎ-ই বলটি ডান হাত দিয়ে ধরে ফেলেন অভিজ্ঞ এই ব্যাটার।


এতে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের আবেদন করেন কিউইরা।সে প্রেক্ষিতে রিভিউয়ের সংকেত দেন অনফিল্ড আম্পায়ার। এরপর ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার। অপ্রত্যাশিত এই আউটে ব্যক্তিগত ৩৫ রানে সাজঘরে ফেরেন মুশফিক।


মুশফিকের এমন অদ্ভুত আউটের ভিডিও, ছবি ইতোমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল।বাংলাদেশি সমর্থকদের পাশাপাশি বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীরাও মুশফিকের এমন কাণ্ডে বিস্মিত।


 টাইগার এই ক্রিকেটারের এমন অদ্ভুত আউট নিয়ে পোস্ট করেছে কলকাতা পুলিশ। সচেতনতার অংশ হিসেবে মুশফিকের সেই আউটের ছবি পোস্ট করে তারা।

কলকাতা পুলিশ নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিকের সেই আউটের ছবির সঙ্গে লেখেন, লিঙ্ক হউক বা বল, ছুঁলেই গ্যাঁড়াকল। মূলত, অপ্রয়োজনীয় লিঙ্কে প্রবেশকে নিরুৎসাহিত করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top