মাশরাফিকে বিসিবির সভাপতি করার বিষয়ে কথা বললেন পাপন

0


 

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।  


গত ১০ জানুয়ারি মন্ত্রী হিসেবে বিসিবি প্রধানের নাম ঘোষণার পর আলোচনা শুরু হয় সভাপতির পদ কী ছেড়ে দেবেন পাপন। যদি ছেড়েই দেন, তবে কে হবেন নতুন সভাপতি? বিসিবির পরবর্তী সভাপতি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নাম। মাশরাফির বিসিবি সভাপতি হওয়া প্রসঙ্গে এবার কথা বলেছেন পাপন।


আজ শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। মাশরাফিকে বিসিবির সভাপতি হিসেবে দেখতে চান কি না, এমন প্রশ্নে বিসিবি প্রধান বলেন, ‘এটা বলা মুশকিল, প্রথম কথা হচ্ছে, এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আগে আসতে হবে তাকে। প্রথমে তাকে কাউন্সিলরারশিপ নিতে হবে। কাউন্সিলর হওয়ার পরে আসতে হবে নির্বাচিত হয়ে। যারা নির্বাচিত হয়ে আসবে, তারা ঠিক করবে কে সভাপতি হবে। প্রসেসটা খুব সিম্পল।



মাশরাফি ছাড়াও বিসিবি সভাপতি হওয়ার মতো অনেকে আছেন উল্লেখ করে পাপন আরও বলেন, ‘এখন ধরেই নিলাম আমার বোর্ডের সবাই আছে।নতুন আরও দু’জন বা একজন এলো, এখানে সিনিয়রদের মধ্যে সিরাজ (এনায়েত হোসেন সিরাজ) ভাই আছে, ববি (আহমেদ সাজ্জাদুল আলম) ভাই, জালাল ইউনুস এবং মাহবুব আনাম আছে। আবার ক্রিকেটারদের মধ্যে সিনিয়র যারা আছে আকরাম খান আছে, দুর্জয় (নাইমুর রহমান) আছে আমাদের সুজন (খালেদ মাহমুদ) আছে। আমি বলছি যে অনেকেই আছে। এখন তারা কাকে বেছে নেবে এটা কিন্তু বলা কঠিন। বাইরে থেকে চাপানোর কোনো সুযোগ নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top