থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হচ্ছে এবছরের অক্টোবরে

0


 

চলতি বছরের অক্টোবরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালকে পুরোদমে চালু করার পরিকল্পনায় এগোচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে দায়িত্ব পাচ্ছে জাপানের প্রতিষ্ঠান। আগামী জুলাইয়ে তাদের সঙ্গে চুক্তি করবে বেবিচক। ওই প্রতিষ্ঠানের কাজের গতির ওপর নির্ভর করছে নির্ধারিত সময়ে টার্মিনাল চালু হওয়া।


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘চলতি বছরের অক্টোবরে থার্ড টার্মিনাল চালু করার পরিকল্পনা আছে। জুলাই মাসে জাপানি কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি হবে। এরপর তারা কাজ শুরু করবে। তাদের কাজের প্রস্তুতিতে যদি বিলম্ব হয়, তাহলে কিছুটা দেরি হতে পারে।এপ্রিলের মধ্যে সব ধরনের অবকাঠামোগত কাজ শেষ হয়ে যাবে। 


উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন করেন। চোখ ধাঁধানো উদ্বোধনীর মাধ্যমে পর্দা ওঠে মেগা এই প্রকল্পের। এখন টার্মিনাল পুরোদমে চালুর অপেক্ষায় যাত্রীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top