লক্ষীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিল

0


 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ডিসি-এসপিকে বদলির হুমকি দেওয়া যুবলীগের প্রেসিডিয়াম সদস্য (ঈগল প্রতীক) সেই হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছেন নির্বাচন কমিশন (ইসি)।  


মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া কমিশনের উপ-সচিব (আইন) আব্দুছ সালাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।  


নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘণ, নির্বাচনি অপরাধে জড়িত থেকে ‘ নির্বাচন পূর্ব অনিয়ম’ সংঘটনের বিষয় প্রমাণিত হওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয় বলে পত্রে উল্লেখ করা হয়।  


এর আগে সোমবার (০১ জানুয়ারি) লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির হুমকি দেওয়ার অভিযোগে পবনের শুনানি করে ইসি।


এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান বলেন, প্রার্থিতা বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের দেয়া চিঠি পেয়েছি। কমিশনের নির্দেশনার আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top