ঘুমধুম থেকে এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর

0


 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তমব্রু সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে যুদ্ধাবস্থা পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে উপজেলাধীন ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা বিকল্প কেন্দ্রে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।


আজ সোমবার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে জানানো হয়, সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরের চলমান সংঘর্ষের কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকায় এসএসসি পরীক্ষা-২০২৪ এর ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বিকল্প কেন্দ্র হিসেবে ১নং ও ২ নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহারের অনুমতি দেয়া হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top