২৮ ডলারের নাস্তা করে ২০ ডলার বকশিশ দিলেন বাইডেন

0


 

নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে বুধবার লসএঞ্জেলেসে একটি মেক্সিকান রেস্তোরায় প্রেসিডেন্ট জো বাইডেন প্রাতঃরাশ গ্রহণের ২৮.৪২ ডলারের বিলের সঙ্গে আরো ২০ ডলার দিয়েছেন বকশিশ (টিপস) হিসেবে।


সিটির বাল্ডউইন হিলস পাড়ায় সিজে’র ক্যাফে নামক রেস্টুরেন্টটির সুপারিশ করেছিলেন লসএঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস। জানা গেছে, প্রাতঃরাশের বুরিটো এবং একটি কমলার জুস অর্ডার করেছিলেন বাইডেন। তা গ্রহণের সময় সেখানকার অন্য গ্রাহকেরা বাইডেনের সঙ্গে সেলফি উঠানো ছাড়াও হাস্যরশে মেতে উঠেন।


দিনটি তাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বলেও কেউ কেউ মন্তব্য করেন।  

এসময় বাইডেনও চুটিয়ে তাদের সঙ্গে মজা করেন। সকলের কুশলাদি জানতে চান।  


উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস এলাকাটি বরাবরই ডেমক্র্যাটদের দখলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top