ইতালিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

0


 

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে মিলিয়ে ইউরোপের দেশ ইতালিতে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বুধবার ইতালির বিভিন্ন প্রদেশের মসজিদ ও উন্মুক্ত স্থানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।


এতে অংশ নেয় প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মুসল্লি। বেশিরভাগ মসজিদে ও উন্মুক্ত স্থানে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য পর্দার সহিত ঈদের নামাজের ব্যবস্থা রাখা হয়।


ইতালির রাজধানী রোমের বাতিস্তিনি মসজিদের আওতায় কর্নেলিয়া পার্কের সাথে উন্মুক্ত স্থানে ঈদের ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এখানে নারীদের জন্য পর্দার সাথে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়। এখানে কর্নেলিয়া ও বাতিস্তিনি ও এর আশেপাশে বসবাসকারী বাংলাদেশিসহ ধর্মপ্রাণ মুসলমানরা ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণ করেন।


ঈদুল ফিতরের নামাজের জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top