পশ্চিমবঙ্গের টিভি সিরিয়ালের মান একেবারেই ভালো না : আবুল হায়াত

0


 


পশ্চিমবঙ্গে টিভি সিরিয়ালের মান নিয়ে প্রশ্ন বহুদিনের। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেও বিভিন্ন সময়ে বাংলা টিভি সিরিয়াল নিয়ে সমালোচনা করতে দেখা গেছে। কেউ কেউ আবার এমনও অভিযোগ করে থাকেন যে টিভি সিরিয়ালের কারণেই নাকি সংসারে অশান্তি, ভাঙ্গনের সৃষ্টি হয়।  


পশ্চিমবঙ্গের বাংলা টিভি সিরিয়ালের মান নিয়ে একই অভিমত পোষণ করেছেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা আবুল হায়াত।


তার স্পষ্ট বক্তব্য,- 'এখানকার (কোলকাতা) টিভি সিরিয়াল দেখে ওখানকার (বাংলাদেশ) কাজের মেয়েরা খুব বেশি আসকারা পেয়ে যাচ্ছে। এটা তো আমরা দেখছি। এটা তো সত্যিকারের ঘটনা। এটাতো অস্বীকার করার কোন উপায় নেই।


তিনি অবশ্য জানালেন, আমি ঘরে বসে টিভি সিরিয়াল দেখি বটে, তবে না দেখার মতোই।  


সিরিয়াল কেমন লাগে! সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, 'না দেখাটাই ভালো। বিশেষ করে এই সিরিয়ালের মেকিং একেবারেই ভালো না। লাইন করে দাঁড় করিয়ে ক্যামেরা ধরলেন, ভালো ভালো সাজ পোশাক পরিয়ে দিলেন.... এতো ভালো ভালো অভিনেতাকে মিস ইউজ করার কোন অর্থ হয় না।


শনিবার সন্ধ্যায় মধ্য কলকাতার ঐতিহ্যশালী 'স্প্রিং ক্লাব'এ অনুষ্ঠিত 'বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্স' (বিএফটিসিসি) এর উদ্যোগে, ষষ্ঠ তম চলচ্চিত্র ও টেলিভিশন পুরস্কার প্রদান অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সামনে আলাপচারিতা কালে এই মন্তব্য করেন আবুল হায়াত।   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top