যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টারমার

0


 

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন স্যার কিয়ার স্টারমার। শুক্রবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লস লেবার নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।


যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। অন্যদিকে নির্বাচনে ভরাডুবি হয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির।


যুক্তরাজ্যের পার্লামেন্টের মোট ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য কোনো দলকে এককভাবে পেতে হবে ৩২৬টি আসন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে লেবার পার্টি এ পর্যন্ত ৪১২ আসনে জয় পেয়েছে। ১২১ আসন পেয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৭১ আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।


তাছাড়া এসএনপি জয় পেয়েছে ৯ আসনে। ৭ আসন পেয়েছে এসএফ। ২৮টিতে জয় পেয়েছে অন্যান্যরা। ২ আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top