আড়তে ডিম সরবরাহ শুরু হলেও দাম আসেনি ভোক্তার নাগালে। সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিক্রি হচ্ছে বাড়তি দামেই। প্রতি ডজনে বাড়তি গুনতে হচ্ছে অন্তত ২০ টাকা। ক্রেতাদের অভিযোগ, এখনো চড়া পাইকারি দাম।
গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। কিছুদিন ধরে ডিমের বাজারে চলা অস্থিরতার লাগাম টানতে গত মঙ্গলবার দাম বেঁধে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সে অনুযায়ী, গতকাল থেকে খুচরা বাজারে ডিম মেলার কথা প্রতি ডজন ১৪২ টাকায়। কিন্তু সে নির্দেশনা মানছেন না বিক্রেতারা।
বরং পাইকারিতেই কিনতে হচ্ছে ১৪৭ টাকায়। কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, বাজারে আসতে শুরু করেছে ?ডিম। তবে বিক্রি হচ্ছে আগের দামেই। মানা হচ্ছে না উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ১ পয়সা এবং খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা সরকার নির্ধারিত দাম।
কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, আড়ত থেকে এখনো পর্যাপ্ত ডিম পাওয়া যাচ্ছে না। যাও মিলছে, তাও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে। খুচরা ব্যবসায়ীরা জানান, প্রতি ডজন ডিম খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ১৬৫-১৭০ টাকায়। পাইকারি পর্যায়ে বাড়তি দামে কেনায়, খুচরায়ও বিক্রি হচ্ছে বেশি দামে। বড় বড় কোম্পানিগুলোর কারণেই ডিমের বাজারে এ নৈরাজ্য বলে অভিযোগ বিক্রেতাদের।