স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ৭ কলেজের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

0

 



স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সাত কলেজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে যেকোনো ধরনের প্রশাসনিক কাঠামো তৈরির বিরোধিতা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


একই সঙ্গে দাবি আদায়ে আগামী দুইদিনের কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা বলেন, আগামী রবিবার (৩ নভেম্বর) ও সোমবার (৪ নভেম্বর) সাত কলেজের অভ্যন্তরীণ সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীরা একাডেমিক কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নেবে না। একইসঙ্গে সাত কলেজের সবগুলো ক্যাম্পাসে দাবির পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।


শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এসব কর্মসূচিতে অংশ নেবেন। বিগতদিনে আমরা রাস্তায় অবরোধ কর্মসূচি পালন করে এসেছি, দাবি আদায় না হলে আমরা আর কঠোর কর্মসূচি দেব।


শনিবার বিকালে ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ার সামনে এক সংবাদ সন্মেলন করে লিখিত বক্তব্যে এসব জানান সাত কলেজ শিক্ষার্থীরা। কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি বলেন, আমরা সাত কলেজ শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের দাবির আন্দোলনে রয়েছি।


আমরা ঢাবি অধিভুক্তি বাতিল করে সাত কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করে আসছি। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবির যৌক্তিকতা উপলব্ধি করে তারা আমাদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top