যারা নাটক প্রেমী, তাদের কাছে ঈদের মতো ভ্যালেন্টাইনেও নতুন নাটকের জন্য মুখিয়ে থাকেন। কিন্তু গত কয়েক বছরের তুলনায় এবারের ভ্যালেন্টাইন ফেস্ট অনেকটা ঝিমিয়ে ছিল! অনেক দর্শক বলছিলেন, কোনোভাবে যেন নাটক দেখে তৃপ্তি পাচ্ছিলেন না।
কিন্তু দর্শকদের তৃপ্তির স্বাদ দিল নাটক ‘মন দুয়ারী’। জাকারিয়া সৌখিনের পরিচালনায় জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা অভিনীত এ নাটকটি মুক্তি পেয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। এরপর থেকে হুমড়ি খেয়ে দেখছেন দর্শক।
মাত্র চার ঘণ্টায় নাটকটির মিলিয়ন ভিউস ছড়ায়। হাজার হাজার দর্শক ‘মন দুয়ারী’ দেখে ইউটিউবের কমেন্ট বক্সে নিজেদের ছোট ছোট অনুভূতি প্রকাশ করছেন।
অনেকটা সিনেমার মতো লার্জার স্কেলে নির্মিত ‘মন দুয়ারী’ দেখে দর্শকদের চোখ কপালে উঠেছে। কেউ কেউ এটিকে নাটক নয়, সিনেমা বলে মন্তব্য করছেন! একজন লিখেছেন, এটিকে সিনেমা হলে মুক্তি দেয়া উচিত।


