লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৪৪ জন

0


 

লিবিয়া থেকে ১৪৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। তাদের মধ্যে ৫৫ জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।  


বৃহস্পতিবার সকালে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে এ সকল বাংলাদেশী নাগরিক দেশে ফেরেন।


ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের পড়াতে জানা যায়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১৪৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।


লিবিয়া থেকে ফেরত আসা অভিবাসীদের মধ্যে ৫৫ জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। অবশিষ্ট মধ্যে ৮৯ জন বিপদগ্রস্ত অবস্থায় মিসরাতা ও ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। তাদের মধ্যে ৬ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top