শরীয়তপুরে হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

0


 


শরীয়তপুরে হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মঙ্গলবার সকাল ১০ টায়, শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, ঘন্টা ব্যপি মানব বন্ধন কর্মসূচী পালন করে জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি প্রদান করেছে মৃত লুৎফর রহমান রোমানের স্বজন ও এলাকাবাসী।


অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে স্বজনরা ও মামলার বাদীপক্ষ আইনজীবী জানায়, গত মার্চ মাসের ৩০ তারিখ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ভেদরগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের গৈড্যা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান রোমান তার নির্মানধীন নিজ বাড়ির বাউন্ডারির মধ্যে মাদকসেবী মোঃ মনির হোসেন ও কবির হোসেন সহ ৪/ ৫ জনকেকে মাদক সেবনে বাধা দিলে তাকে পিটিয়ে হত্যা করে মাদকসেবীরা।


ঘটনার সময় স্থানীয়রা হত্যাকারীদের মধ্যে ২ জনকে আটক করে ভেদরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।



উক্ত ঘটনায় ভেদরগঞ্জ থানায় হত্যার স্বিকার মৃত লুৎফর রহমান রোমানের ছোটভাই মোঃ রকিবুল হাসান মামলা দায়ের করেন। পুলিশ মামলায় ৩০২ ধারা দিয়ে মামলা গ্রহন বাদী রকিবুর হাসানকে অবহিত করলেও আদালতে মামলার কাগজে ওভার রাইট করে ৩০২ ধারাকে ৩০৪ এর (ক) ধারা রূপান্তরিত করে আদালতে প্রেরণ করে। আসামীদের রিমান্ড না চাওয়ায় আদালত তাদের জামিনে মুক্তি দেয়। আসামীরা বাহিরে জামিনে থাকায নিরাপত্তা হীনতায ভুগছে বাদীসহ বাদীর পরিবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top