শরীয়তপুরে আওয়ামী লীগের মশাল মিছিল

0


শরীয়তপুরের মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতা ও কর্মীরা। রবিবার (২০ এপ্রিল) সকাল থেকে এ সংক্রান্ত ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, মিছিলটি গতকাল শনিবার রাতে চিকন্দী ও পালং এলাকার মাঝামাঝি জায়গায় করা হয়েছে। যা ইতোমধ্যে সনাক্তকরা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন প্রশাসন।

ভিডিওতে দেখা যায়, বেশ কিছু লোক মুখে মাস্ক পড়ে বাঁশের মাথায় মশাল বানিয়ে আগুন জ্বালিয়ে সড়কে মিছিল করছে। এসময় তারা জয় বাংলার স্লোগান, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আওয়ামী লীগের ঘাঁটি শরীয়তপুরের মাটিসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড নিয়ে নিন্দা জানিয়েছেন জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমরান আল নাজির। তিনি বলেন আওয়ামী লীগ সর্বহারা পার্টি ও জঙ্গিদের মতো দেশকে অস্থিতিশীল করতে এই কার্যক্রম করে যাচ্ছে। আমরা এ বিষয়টি প্রশাসনকে অবগত করে ব্যবস্থা নিতে বলেছি। শরীয়তপুরের মাটিতে আওয়ামী লীগের পুনর্বাসন কিংবা সন্ত্রাসী কার্যক্রম চালানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাদের গোড়া নিচ থেকে উপড়ে ফেলা হবে।

জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম এ বিষয়ে বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের জায়গাটি সনাক্তকরা হয়েছে। এ ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top